সঠিক উত্তর হচ্ছে: ঠেলে নেয়া ব্যক্তির
ব্যাখ্যা: একটি লন-রোলার ঠেলার সময় প্রযুক্ত বলের উলম্ব উপাংশ Fsinθ নিচের দিকে ক্রিয়া করে। ফলে রোলারের মোট ওজন হয় (W+Fsinθ)। ফলে রোলার প্রকৃত ওজনের চেয়ে ভারী হয়ে যায় বলে ঘর্ষণ বলের মানও বেড়ে যায়। তাই রোলার ঠেলা কষ্টকর হয়।\nঅন্যদিকে লন-রোলার টানার সময় এর বলের উলম্ব উপাংশ উপরের দিকে ক্রিয়া করে । ফলে রোলারের মোট ওজন হয় (W-Fsinθ)। ফলে টানার ক্ষেত্রে রোলার হালকা অনুভূত হয় এবং ঘর্ষণ বলও হ্রাস পায় । ফলে রোলার টানা সহজতর হয়।\n[তথ্যসূত্রঃ একাদশ-দ্বাদশ শ্রেণী পদার্থ বিজ্ঞান ১ম পত্র]